মেহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বুলবুল-সম্পাদক জুয়েল
প্রকাশ: ৯ মে ২০২২, ১০:১৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১২
অবশেষে দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হলো মেহেরপুর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে ইকবাল হোসেন বুলবুল ও সম্পাদক এ্যাড. খ. ম ইমতিয়াজ হারুন জুয়েল এর নাম ঘোষনা করা হয়। রবিবার সন্ধ্যার পর সকল প্রার্থীদের নিয়ে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ২য় অধিবেশন শুরু হয়। পরে ১৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। রাত দশটার দিকে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত