মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  মেহেরপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ জুন ২০২২, ১৪:৪৬ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তি করে মন্তব্য করার প্রতিবাদে সারা দেশের ন্যায় মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। শনিবার বিকালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাচ আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম। এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোখলেচুর রহমান, পিপি এ্যাড.পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাফুয়ান আহমেদ রুপক, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে শিল্পকলা একাডেমী সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত