মেহেরপুর জেনারেল হাসপাতালে হাই ফ্লো নজেল ক্যানোলা মেশিন হস্তান্তর
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৪:৫৯ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১
করোনার এই সংকটময় মূহূর্তে মেহেরপুর জেনারেল হাসপাতালে আকিজ বেকার্স লিমিটেড এর বেকম্যান’স’ এর পক্ষ থেকে হাই ফ্লো নজেল ক্যানোলা মেশিন হস্তান্তর করা হয়েছে।
আজ বেলা বারটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আকিজ বেকার্স লিমিটেড এর পক্ষ থেকে ‘বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স’ ব্যানারে ক্যাম্পেইনের মাধ্যমে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলামের হাতে ৪টি হাই ফ্লো নজেল ক্যানোলা মেশিন (সম্পূর্ণ সেট-আপ সহ) হস্তান্তর করেন।
হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম এসময় বলেন, করোনার এই সংকটময় কালে মেহেরপুরবাসীর পাশে দাঁড়িয়ে যে মহান উদ্যোগ নিয়েছে আকিজ বেকার্স লিমিটেড এর বেকম্যান’স তা সত্যিই অতুলনীয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার/পরিচালক, মুজিবনগর মুক্তিযুদ্ধ সৃতি কমপ্লেক্স মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহিন, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মকলেচুর রহমান সহ আকিজ বেকার্স এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত