মেহেরপুরে ৪টি আমেরিকান কালো শকুন উদ্ধারসহ ৩ পাচারকারী আটক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১৯:৪৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭

মেহেরপুরে ৪টি আমেরিকান কালো শকুন (ব্লাক ভাউচার) উদ্ধারসহ ৩জন পাচারকারীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার বিকালে মুজিবনগর রতনপুর ক্যাম্পের সামনে থেকে কালো শকুন উদ্ধারসহ পাচারকারীদের আটক করা হয়। 

মেহেরপুর মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩জন পাচারকারীকে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হল মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত মনছের আলী খাঁ এর ছেলে আজগর আলী খাঁ (৩৫), একই গ্রামের রিয়াজ মল্লিকের ছেলে জাকার আলী (৩২) ও গোপালনগর গ্রামের আলাই মন্ডলের ছেলে মুজিবর রহমান (৩৮)। রবিবার সকাল দশটার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ এর খ ধারায় তিন জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় ও উপজেলা নির্বাহি অফিসের মাঠ থেকে কালো শকুনগুলোকে অবমুক্ত করা হয়।

 ডিবি পুলিশ জানান, শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, সুলতান মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে ৩ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমেরিকান কালো শকুন (ব্লাক ভাউচার) উদ্ধার করে। তারা দীর্ঘদিন ধরে এসব বিদেশি পাখি ভারতে পাচার করে আসছে। শনিবার বিকেলে ৪টি আমেরিকান কালো শকুন ভারতে পাচার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ৪টি পাখির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। কালো শকুন ইংরেজি নাম ব্লাক ভাউচার। আমেরিকার কালো শকুন নামে পরিচিত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত