মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৮:৫৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আছিম (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর-দারিয়াপুর গ্রামের গোরস্থানের সন্নিকটে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আছিম স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ছলিম বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, মাগরিব নামাজের পর আছিম তার বড় ভাইয়ের পালসার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। শালিকা গ্রাম থেকে রাধাকান্তপুর-দারিয়াপুর রাস্তায় উঠে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। এসময় মাঠের কয়েক জন কৃষক বাড়ী ফেরার পথে দুর্ঘটনাটি দেখে গ্রামে খবর দিলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত