মেহেরপুরে সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ১৫:০৬ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩২
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় এস আই সুলতান মাহমুদ সহ ডিবির একটি টিম গাংনীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি সুমন ও তাজুলকে গ্রেফতার করেছে। আটককৃত মাহবুবুর রহমান ওরফে সুমন মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং তাজুল ইসলাম গাংনীর শিশিরপাড়া সাবান মিয়ার ছেলে।
আটককৃত মাহবুবুর রহমান সুমুন এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তার বিরুদ্ধে ৯ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত। মামলা নং এসসি-১১৮/১৮। অপরদিকে তাজুলের বিরুদ্ধে দুইটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিবি পুলিশ।
মেহেরপুর ডিবি পুলিশ আরো জানান, তাজুলের মামলা নং ১, এনজিআর- ৪৯১/২১ মামলায় এক মাসের কারাদন্ড ও মামলা নং ২, এনজিআর- ৫৮৩/২১ এই মামলায় সাত দিনের কারাদন্ড রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত