মেহেরপুরে সদর উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১০:০৩ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৪
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে হত্যার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে মেহেরপুর কাথুলী বাস স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, গাংনী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আকিব জাভেদ সেনজির, জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, জাভেদ মাসুদ মিল্টন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত