মেহেরপুরে রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১০:০৮ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪

মেহেরপুর রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন করেন। 

রংতুলি ডিলিজেন্ট একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন। পরে সেখানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অন্য বছরের ন্যায় এ বছরেও বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত