মেহেরপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন ১১ তম গ্রেড প্রদান করা এবং শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি করা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইলিয়াস হোসেন, মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল আলীম উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত