মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই কালে আটক এক
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
মেহেরপুরে বীরমুক্তিযোদ্ধা বেগম সালেহার টাকা ছিনতাই করার সময় কালু নামের ১ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা বারোটার দিকে শহরের স্টেডিয়াম পাড়া প্রগতি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহা মেহেরপুর প্রধান ডাকঘরে স য়ের টাকা সংগ্রহ করে বাড়ীতে যাচ্ছিলেন এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল।
মুক্তিযোদ্ধা বেগম সালেহার চিৎকারে মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার এসআই সোহেল এবং এসআই ইব্রাহিম স্থানীয়দের সাহায্যে কালুকে আটক করে। আটককৃত কালু মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং পলাতক রুবেল একই এলাকার মঈন ড্রাইভারের ছেলে। বেগম সালেহা বলেন পোস্ট অফিস থেকে টাকা তুলে আমি ব্যাগের ভিতর ১০ হাজার টাকা নিয়ে হেটে যাচ্ছিলাম এ সময় দু'জন ছিনতাইকারী আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পলিয়ে যাওয়ার সময় আমি চিৎকার করতে থাকি আমার চিৎকারে আশপাশের লোকজন এবং পুলিশের দুজন সদস্য একজনকে আটক করেছে। এবং অপর একজন ছিনতাইকারী আমার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে সেখানে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ওসি শাহদারা খান ঘটনাস্থল পরিদর্শন করেন। আটককৃত কালুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান। এ ঘটনায় পলাতক আসামি রুবেলকে আটক এবং টাকা উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে বলে জানান মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত