মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১৫:১২ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯

মেহেরপুরে “কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে মেহেরপুরে স্বল্প পরিসরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস ও সালোম চার্চ অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে স্বল্প পরিসরে সারিবদ্ধ হয়ে লাইনে দাড়িয়ে স্থির র‌্যালির মাধ্যমে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করেন। 

এসময় ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডাঃ অলক কুমার দাশ, ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, আরএমও ডাঃ মকলেচুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের পিও রহিদুল ইসলাম, টিএলসিএ (সদর) মোঃ মুজিবুর রহমান, সালোম চার্চ অব বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার তত্বাবধায়ক সন্ধা মন্ডলসহ স্বাস্থ্য বিভাগের ডাক্তার, কর্মচারী ও মেহেরপুর জেনারেল হাসপাতালের রোগীর স্বজনরাও এ স্থির র‌্যালিতে অংশ গ্রহণ করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত