মেহেরপুরে বিভিন্ন স্থানে জরিমানা
প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৮:৪৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬
কঠোর লকডাউনে মাস্ক বিহীন চলাচল করার দায়ে বিভিন্ন ব্যবসায়ী, দোকান মালিকসহ পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর সদর উপজেলা, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলার উদ্যোগে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ১০টি টিম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক বিহীন চলাচল করার দায়ে বিভিন্ন স্থানে ২৮ জনের নিকট থেকে ৩৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সহযোগিতা নিয়ে আদালত পরিচালনা করেন। সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪/২ আইন ভঙ্গ করায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত