মেহেরপুরে নাশকতা মামলায় জামায়াতের সদর উপজেলা আমীর সহ আটক ২

  ইসমাইল হোসেন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:২০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৬

মেহেরপুরে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের সদর উপজেলা আমীর সহ দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলার কামদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা ও রাধাকান্তপুর গ্রামের মৃত হানিফের ছেলে বুড়িপোতা ইউনিয়ন আমীর হামিদুল ইসলাম। বুধবার বিকালে তাদের আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা রয়েছে সদর থানায় বলে পুলিশ জানিয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত মঈনুল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের দুটি দল কামদেবপুর ও রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতা কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা চলমান রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত