মেহেরপুরে নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৯:২০ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩

মেহেরপুরে নতুন করে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২ জন। নতুন আক্রান্তদের মধ্যে গাংনীতে ৪৫ জন এবং মুজিবনগর ৮ জন। শনিবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ১৫৬টি। তারমধ্যে ৫৩ জন করোনা পজিটিভ। এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ৭৫০ জন। এর মধ্যে মেহেরপুর সদরে ২১৩ জন, গাংনীতে ৪৩৬ জন এবং মুজিবনগরে ১০১ জন। এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন ৭২ জন (গতকাল শনিবার সকাল ৮ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২ জন)। মৃতদের মধ্যে সদরে ২৭ জন, গাংনী ২৯ জন ও মুজিবনগরে ১৯ জন। এ সময় সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত