মেহেরপুরে গাঁজাসহ আটক এক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ২০:৩৮ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:০৯
মেহেরপুরে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রাম থেকে রিপন আলী (৩০) কে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। মেহেরপুর জেলার গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের হারেজ উদ্দীনের ছেলে রিপন।
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স হিাসেবে এসআই অজয় কুমার কুন্ডু, এসআই সুলতান মাহমুদ সহ ডিবি পুলিশের একটি টিম মাইলমারি স্কুল পাড়ায় অভিযান চালিয়ে রিপন আলীকে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত