মেহেরপুরে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত ২৪১, মৃত ১০
প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৫:৫০ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪
মেহেরপুরে গত এক সপ্তাহে করোনা ভাইরাস (কভিড-১৯) এ আক্রন্ত হয়েছে ২৪১ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ১০ জনের। গত ১৮ জুন থেকে ২৪ই জুন পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের প্রাপ্ত রিপোর্ট ৬২৪ জনের মধ্যে ২৪১ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। এর মধ্যে মেহেরপুর জেলায় সদরে ১৩৬ জন, গাংনীতে ৬৬ জন, মুজিবনগরে ৩৬ জন ও মেহেরপুর থেকে পরীক্ষা করা কুষ্টিয়া আমলার এবং চুয়াডাঙ্গার ৩ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে।
এবিষয়ে মেহেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, মেহেরপুর জেলা থেকে গত ১লা ফেব্রæয়ারী ২০২০ থেকে ২৪ই জুন ২০২১ পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮০২ জনের, নমুনার রিপোর্ট এসেছে ৮৪৬১ জনের তার মধ্যে আক্রান্তর সংখ্যা ১৫৮৩ জন। এদের মধ্যে সর্বমোট পুরুষ আক্রান্ত ৯৮০ জন ও নারী আক্রান্তর সংখ্যা ৬০৩ জন। গত এক সপ্তাহ আগে মৃত্যুর সংখ্যা ২৮ জন থাকলেও নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন (সদর ১৩, গাংনী ১৬ ও মুজিবনগর ৯)। সর্বমোট সুস্থ্য হয়েছে ১০৫৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৮৮ জন।
মেহেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ দিনে দিনে বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুর জেলাকে লক ডাউনসহ কঠোর বিধিনিষেধ জারি করেছে এবং লক ডাউন বাস্তবায়নের জন্য মেহেরপুরের বিভিন্ন প্রবেশ দারে পুলিশের একাধিক চেকপোষ্ট বসানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ মুনসুর আলম খান। এছাড়াও সীমান্তবর্তী গ্রাম গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিকে মেহেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক টিম বিধিনিষেধ কার্যকর করতে মাঠে কঠোর ভাবে কাজ করছে পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করছে বলে জানান জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত