মেহেরপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময়

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৮:৪৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯

মেহেরপুরে করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত এবং তার বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেছে মেহেরপুর জেলা প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জুমের মাধ্যমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জুমের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত