মেহেরপুরে আদালতের পরোয়ানাভূক্ত ৪ আসামী প্রেফতার
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১৯:৩৮ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪
মেহেরপুর ও গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার হয়েছে। আসামীদের মধ্যে সদর থানা পুলিশ আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ২ জন ও গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ ও সিআর মামলায় ১ জন আসামী গ্রেফতার করেন। গত রবিবার সকাল থেকে সোমবার (১৮ জুলাই) ভোররাত পর্যন্ত সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেন পুলিশ। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহম্মেদ এ অভিযানে নেতৃত্ব দেন। বিষয়টি পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার (১৮ জুলাই) আদালতের মাধ্যম মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত