মেহেরপুরে অক্সফোর্ড কিন্ডারগার্টেনের শিক্ষক রানীর করোনায় মৃত্যু
প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৩০ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মেহেরপুর অ·ফোর্ড কিন্ডারগার্টেনের সহকারি শিক্ষক শাম্মী আক্তার রানী (৪৫)। মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাম্মী আক্তার রানী মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার শফিকুল ইসলাম সেন্টুর স্ত্রী। গত ২৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ভোরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে রানী মৃত্যুবরণ করায় অ·ফোর্ড কিন্ডারগার্টেনের পরিচালক জানে আলম সহ শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত