মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

  মেহের আমজাদ, মেহেরপুরঃ

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৩৬ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য হায়াত আলীকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয। 

এ সময় পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে পিরোজপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহ স্বল্প সংখ্যক মানুষ স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত