মেহেরপুরের চারুশিল্পী মীর রওশন আলী মনা’র উন্মুক্ত পাঠগৃহে বই অনুদান

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ 

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৮:৫০ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

মেহেরপুরের বিশিষ্ট চারুশিল্পী মীর রওশন আলী মনা তার সংগ্রহে থাকা ৫৮৪ টি বই উন্মুক্ত পাঠগৃহে অনুদান দিয়েছেন । সোমবার দুপুরের দিকে মীর রওশন আলী মনা মেহেরপুর উন্মুক্ত পাঠগৃহের সভাপতি মোস্তাকুর রহমান তুষার এর হাতে তার সংগ্রহে থাকা বই গুলো তুলে দেন। উন্মুক্ত পাঠ গৃহের অন্যান্য সদস্যগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত