মেহেরপুরের চারুশিল্পী মীর রওশন আলী মনা’র উন্মুক্ত পাঠগৃহে বই অনুদান

প্রকাশ : 2021-04-13 08:50:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরের চারুশিল্পী মীর রওশন আলী মনা’র উন্মুক্ত পাঠগৃহে বই অনুদান

মেহেরপুরের বিশিষ্ট চারুশিল্পী মীর রওশন আলী মনা তার সংগ্রহে থাকা ৫৮৪ টি বই উন্মুক্ত পাঠগৃহে অনুদান দিয়েছেন । সোমবার দুপুরের দিকে মীর রওশন আলী মনা মেহেরপুর উন্মুক্ত পাঠগৃহের সভাপতি মোস্তাকুর রহমান তুষার এর হাতে তার সংগ্রহে থাকা বই গুলো তুলে দেন। উন্মুক্ত পাঠ গৃহের অন্যান্য সদস্যগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।