মেডিয়েশন সম্মেলনে নেপাল যাচ্ছেন তিন বিচারপতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ২৩:৩৭

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি আহমেদ সোহেল আন্তর্জাতিক মেডিয়েশন সম্মেলনে অংশ নিতে নেপাল যাচ্ছেন।নেপাল সুপ্রিম কোর্ট বারের আমন্ত্রণে তারা এই সম্মেলনে অংশ নেবেন। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নেপাল সুপ্রিম কোর্ট বার ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি(বিমস) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

বৃহস্পতিবার বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেডিয়েশন সম্মেলনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি অতিথি হিসেবে অংশ নেবেন। সম্মেলনে নেপালের প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া ভারতের জম্বু-কাশ্মীর হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি গীতা মিত্তাল অতিথি হিসেবে থাকবেন। সভাপতিত্ব করবেন নেপাল সুপ্রিম কোর্ট বারের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী হরি শংকর নিউল্যা। 

তিনি বলেন, আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা সম্মেলনে মেডিয়েশনের বিভিন্ন দিক সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন। বাংলাদেশ,ভারত,নেপালসহ বিভিন্ন দেশের  অ্যাক্রিডিটেড মেডিয়েটররা সম্মেলনে ডেলিগেটরা অংশগ্রহণ করবেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত