মেডিক্যাল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ নির্ধারন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৩
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ১ এপ্রিল আর বিডিএস ভর্তি পরীক্ষা হতে পারে ২২ এপ্রিল। আগামী সপ্তাহের শুরুতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনলাইনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শেষদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১০ কিংবা ১১ মার্চ আবেদনের শেষ সময় থাকবে।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত