মেট্রো ও ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড পর্যবেক্ষণ চেয়ে রিট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:২২ |  আপডেট  : ২৭ অক্টোবর ২০২৫, ২২:৪৩

উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে মেট্রোরেল এবং ঢাকার সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদন্তে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যবরিস্টার আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহত হওয়া এবং বছর খানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনায় এখন অনেকেই আতঙ্কিত।

তিনি বলেন, কেবল মেট্রো না ঢাকা শহরে বিস্তৃত ফ্লাইওভারগুলোর প্রতিটি পিলারেও লাগানো আছে অসংখ্য বিয়ারিং প্যাড। বিশেষজ্ঞসহ অনেকে অভিযোগ আছে এস প্যাডের সময়মতো রক্ষণাবেক্ষণ না করা এবং নির্মাণ ত্রুটির। এসব বিষয় ক্ষতিয়ে দেখতেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে কমিটি করে তদন্ত করতে আদালতে দ্বারস্ত হয়েছেন বলে জানান রিটকারী।

রিটে সড়ক ও জনপথ বিভাগ এবং মেট্রোরেল কর্তৃপক্ষ ও মেট্রোরেলে বিয়ারিং প্যাড সরবরাহকারী ইতালি-থাই কোম্পানিকে বিবাদী করা হযেছে। রিটটি হাইকোর্টে এনেক্স ১২ নাম্বার কোর্টে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত