ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেল অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৩২ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২২:৪৩
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথে অবরোধ, উপকূল এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন আটকা পড়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে করে বিঘ্নিত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল। এ ছাড়াও ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় এই অবরোধ। ভোর থেকেই ভৈরবের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় মানুষজন রেলস্টেশনে এসে জমায়েত হয়।
এরইমধ্যে ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে উপকূল এক্সপ্রেস। ভৈরবের আগে এবং পরের স্টেশনগুলোতে আটকে আছে বিভিন্ন ট্রেন।
অবরোধকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
এর আগে, গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দিয়েছিল এই আন্দোলনকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালকেরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত