মেক্সিকোর সাথে ড্র করলো পোল্যান্ড 

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১০:১০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি পেনাল্টি মিসের খেসারত দিলো পোল্যান্ড। ২২তম ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি’তে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে আজ দিনের তৃতীয় ম্যাচে  গোলশূন্য ড্র করেছে  পোল্যান্ড। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওয়ানদোস্কি।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের  সুযোগ পেয়েছিলো পোল্যান্ড। মিডফিল্ডার পিওটর জিয়েলিনিস্কির ক্রসে হেড করেছিলেন স্ট্রাইকার রবার্ট লিওয়ানদো¯ির হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি পোলিশদের।

ম্যাচের ২৬ মিনিটে গোছানো একটি আক্রমন করে মেক্সিকো। মিডফিল্ডার হেক্টর হেরেরার ক্রসে দারুন হেডে বল পোল্যান্ডের গোলমুখেই রেখেছিলেন স্ট্রাইকার এ্যালেক্সিস ভেগার। কিন্তু দারুণ দক্ষতায় বলটি রুখে দেন প্রতিপক্ষের  গোলরক্ষক ওজিনে সিজিসনি।

প্রথমার্ধের বাকী সময়ে বল দখলের লড়াই করলে, আক্রমন করতে না পারায় গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ । এই অর্ধে ৬টি শট নিয়েছিল মেক্সিকো। ১টিও টার্গেটে ছিলো না। পোল্যান্ড মাত্র ১টি শট নেয় সেটি ছিলো টার্গেটহীন। ম্যাচের ৬৩ শতাংশ বল মেক্সিকোন দখলেই ছিলো।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ৫৪ মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড। নিজেদের বক্সের ভেতর মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মোরেনো শার্ট টেনে ধরেন লিওয়ানদোস্কির । ভিডিও অ্যসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভিএআর) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ লিওয়ানদোস্কি। তার  শটটি বা-দিকে ঝাঁপিয়ে পড়ে  আটকে দেন মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া।

৮০ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডা জেসুস গালারডোর পাস থেকে ডি বক্সে বল পেয়ে ডান পায়ে শট নেন ভেগা। কিন্তু  তা  রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।

ম্যাচের বাকী শেষ সময়ে আক্রমন করলেও কোন দলই বল খুঁজে পায়নি। আর শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে । পেনাল্টি মিসের আক্ষেপটা বেশিই কষ্ট দিয়েছে পোল্যান্ড ও লিওয়ানদোস্কিকে এটি বলার অপেক্ষা রাখে না।আগামী ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে পোল্যান্ড। একই দিন লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে মেক্সিকো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত