মেক্সিকোতে কার শো-তে গোলাগুলি নিহত ১০, আহত ৯
প্রকাশ: ২১ মে ২০২৩, ১৩:১৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাহা ক্যালিফোর্নিয়ায় একটি কার শো-তে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পৌর প্রশাসন। এনসেনদা শহরের স্যান ভিসেন্তে এলাকায় উঁচু-নিচু ভূখণ্ডে চলতে সক্ষম এমন গাড়ির প্রতিযোগিতা চলাকালে এই গুলির ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের কাছে ৯১১ তে যাওয়া ফোনের তথ্য মতে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৮ মিনিটের দিকে একটি ধূসর রঙা ভ্যান থেকে বড় বড় বন্দুক নিয়ে বেরিয়ে আসা কয়েকজন একটি গ্যাস স্টেশনে থাকা প্রতিযোগীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। খবর পেয়ে রাজ্য ও পৌর পুলিশ, মেরিন সেনা, দমকল বিভাগ ও মেক্সিকোর রেড ক্রসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
গোলাগুলির ঘটনা তদন্তে বাহা ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কারপিও একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন বলে জানিয়েছেন মেয়র আরমান্ডো আয়ালা রোবলস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত