মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন-সম্পাদক আবু সাঈদ সোহান
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৩
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে শহীদ-ই-হাসান তুহিন (জিটিভি) ও সাধারণ সম্পাদক পদে মু. আবু সাঈদ সোহান (দি ডেইলি ইন্ডাস্ট্রি) বিজয়ী হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), সহ-সভাপতি গোলজার হোসেন (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন (দৈনিক শেয়ারবীজ), কোষাধ্যক্ষ সেতু ইসলাম (নিউজ টোয়েন্টিফোর ও মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন (আমাদের সময়), দপ্তর সম্পাদক মাসুদ রানা ( দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম, (দৈনিক প্রতিদিনের সংবাদ), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন (ডিবিসি নিউজ ও ডেইলিস্টার) ও ক্রীড়া সম্পাদক সুজন পাইক (মোহনাটিভি)। এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ খোকা (দৈনিক দেশ রুপান্তর), মঞ্জুর মোর্শেদ (দৈনিক ইনকিলাব), কাজী সাব্বির আহমেদ দিপু (দৈনিক সমকাল), মোঃ মাহবুবুর রহমান (দৈনিক মুক্ত খবর), আব্দুস সালাম (দৈনিক নয়াদিগন্ত) ও মোঃ নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার)। নির্বাচিত হয়েছেন।নির্বাচনী দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন রিটানিং অফিসার মুহাম্মদ বদর -উদ -দোজা ভূঁইয়া।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বচিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল,পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত