মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল
প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ২১:১০ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সীগঞ্জ ইউনিটের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের রোগমুক্তির কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সীগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর হোসেন ঢালীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: জাকারিয়া মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মাসুদ আলম, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: মাহবুব উল আলম স্বপন, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট নাছিম সুমন, অ্যাডভোকেট আতাউর রহমান হীরু, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট ফারুক আহম্মেদ, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট মো: আওলাদ হোসেন খান, অ্যাডভোকেট মো: নূর হোসেন, অ্যাডভোকেট সুমন সরদার, অ্যাডভোকেট মনির হোসেন লিঙ্কন, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন প্রমূখ।
উল্লেখ,গত রোববার ব্যাংককের বুমরাংগার্ড হসপিটালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল হাই-এর ওপেন হার্ট সাজার্রি করা হয়েছে।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের নিবির পর্যবেক্ষনে রয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত