মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ গ্রহণ
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১০:১৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৫
২৩ এপ্রিল শনিবার মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট এসোসিয়েশনের নব গঠিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি চর কিশোরগঞ্জ গজারিয়া ঘাটে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মোঃ আখতার হোসাইনের সভাপতিত্বে এবং আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিনিধিগণ অংশ নেন।
প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম আরম্ভ হয়। এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য মোঃ সানোয়ার হোসেন নব নির্বাচিত সভাপতি মোঃ আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। পরে বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি মোঃ আখতার হোসাইন।
আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি পদে আঃ মান্নান জজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল দেওয়ান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সোলেমন গোমেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আহমেদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবরারুল হক, প্রচার সম্পাদক মোঃ রনি হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রোজিনা আক্তার, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ও সহ- দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহাগ আহমেদ, রাসেল রানা, মাসুদ রানা, নুরজাহান আক্তার, তুষার হাসান, মিতু আক্তার, লিজা আক্তার, মোঃ নয়ন। ইফতার মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবরারুল হক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত