মুন্সীগঞ্জে ১২ মামলার পলাতক আসামী হাসান গ্রেফতার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৮:৩০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৯
মুন্সীগঞ্জে ১২টি মামলার পলাতক আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১১ টার সময় রিকাবীবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান ১২ টি মামলার পলাতক আসামী। সে সদরের গোয়ালঘূর্নী এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মোজাম্মেল হক জানান, গোপন সূত্রে ১২ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসানের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে রিকাবীবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল। তার বিরুদ্ধে থাকা ১২ মামলার মধ্যে একটি মামলায় এক বছরের অধিক সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার গ্রেফতারের খবরে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে জানা গেছে।
ওসি আরও জানান, সর্বশেষ গত এপ্রিল তার সহযোগীদেরকে ১টি প্রাইভেটকার ও ৪০ বোতল ফেনসিডিলসহ সিপাহীপাড়া থেকে আটক করার সময় হাসান প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত