মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোস্তফা আহত
প্রকাশ: ১২ জুন ২০২২, ১৩:৪৪ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০১:২৬
সড়ক দুর্ঘটনায় বাংলা টিভির মাওয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মোস্তফা গুরুতর হয়েছেন। শনিবার ( ১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।
আহত মোঃ মোস্তফা বলেন, দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটারসাইকেলে করে বালুচর চৌরাস্তায় যাই সেখানে নবীজিকে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি মিশুক এসে মোটরসাইকেলে ধাক্কা দিলে আমি পড়ে গিয়ে আমার বাম হাতটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও আমার স্বজনরা আমাকে হাসপাতালে ভর্তি করে। ঘাতক মিশুককে সনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর জানান হাইকোর্টের নির্দেশনা রয়েছে এ অটো মিশুক চলাচলে সম্পূর্ণ নিষেধ পেক্ষাপটকে সামনে রেখে একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না। অপ্রাপ্তবয়স্ক যারা গাড়ি চালাচ্ছে তাদের বিষয়ে আমি ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ কে বলতেছি এরা যেনো গাড়ি নিয়ে সড়কে বের হতে না পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত