মুন্সীগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৭:৪৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬
কোভিড ১৯ এর বিস্তার রোধকল্পে কার্যাবলী-চলাচলে বিধি নিষেধ আরোপ সংক্রান্ত "সমন্বয় সভা" সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল'র সভাপতিত্বে সভায় সেনাবাহিনী, বিজিবি উর্বধতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন দফতরের প্রধানগন এবং সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত