মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৭:৪৯ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০২
মুন্সীগঞ্জে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ‘বিনা লাভের’ দোকানের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। ব্যাতিক্রমী এই উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য কিনতে পারছে সাধারণ মানুষ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে শহরের সুপার মার্কেট এলাকায় স্টুডেন্টস অব মুন্সিগঞ্জ নামের সংগঠনের ব্যানারে এ দোকান বসে।
দোকানে বিভিন্ন ধরনের শাক-সবজি, ডিম-আলুসহ ১৫ রকম নিত্যপণ্য নিয়ে বসে। খোলাবাজার থেকে কম মূল্যে এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
সংগঠনের সদস্য শিক্ষার্থী লালন জানান, পাইকারি দামে বিক্রির কারনে সবকিছু কম দামে কিনতে পারছেন ক্রেতারা। সমাজের এমন অনেক মানুষ আছে তাদের জন্য ২০-৫০ টাকাও যদি বাঁচে সেটিও অনেক কিছু৷ সে জায়গা থেকেই এমন উদ্যোগ। ভোর থেকে এক-দেড় ঘণ্টা এই বাজার চালু থাকবে।
উদ্যোক্তাদের একজন সোহাগ আহমেদ জানান, এখানে কোনো লাভ রাখা হচ্ছে না। এটি সেচ্ছাসেবী কার্যক্রম হিসাবে চলবে। বাজারে শাক-সবজি ও নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত