মুন্সীগঞ্জে রাজধানী টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ 

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪৪ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:০৪

মুন্সীগঞ্জে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদিত আই পি টিভি"রাজধানী টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে  রাজধানী টেলিভিশনের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও টেলিভিশনটির মঙ্গল কামনা করে প্রধান অতিথি বক্তব্য রাখেন  জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার বদরুজ্জামান ।

রাজধানী টেলিভিশনের  মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিছুর রহমান রলিনের  সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়  টেলিভিশনটির সাফল্য কামণা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর  জেলা প্রতিনিধি মোঃ রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে কার্যকরি  সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি গোলজার হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের কার্যকারী 

কমিটির সদস্য ও মাই টিভি জেলা প্রতিনিধি শেখ মোঃ রতন, দৈনিক মুন্সীগঞ্জ কাগজের চিফ রিপোর্টার মাসুদ রানা, দৈনিক প্রথম আলো মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক আমার সংবাদের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া, বাংলা টিভির  জেলা প্রতিনিধ মোঃ রুবেল মাদবর, দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি লিটন মাহমুদ, দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি শাহীন মিয়া, বিশিষ্ট সমাজসেবক জোবেদার নাজনীন

মাহদী স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক হাজি সরকার  কায়সার আহমেদ, আমান  সুইং পরিচালক  হাজী সরকার  আমানুল্লাহ আমান , 71 নিউজ টিভি ক্যামেরা পার্সন অর্ণব কুমার প্রমূখ।

গ্রামনগর- কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত