মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৬:৪৫ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। জাতি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়৷সকাল থেকে মুন্সীগঞ্জস্থ কাচারীতে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়।
মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল পুস্পস্তবক অর্পণ করেন ও শ্রদ্ধাবনত চিত্তে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর একে একে সম্মান প্রদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা অনলাইন প্রেসক্লাব, মুন্সীগঞ্জ রিপোর্টাস ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ দলীয় বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
এসময় মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন সাবেক ছাত্রনেতা এড. গোলামমাওলা তপন৷ একই সাথে বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে দোয়া ও দুঃস্থদের জন্য খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত