মুন্সীগঞ্জে মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৫:৩২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার  (২১ নভেম্বর) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। তাতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় অফিসগামী যাত্রীরা পায়ে হেঁটে মেঘনা ব্রিজ পার হতে চেষ্টা করছে অনেক যাত্রীরা মাথার উপর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকাল ৭ টার সময় মহাসড়কের মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টে যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেইন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত