মুন্সীগঞ্জে মানবসেবা রক্তদান সংস্থার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  পিংকি রহমান, মুন্সীগঞ্জ হতে

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১২:০৯ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৯

মুন্সীগঞ্জে মানবসেবা রক্তদান সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হত-দরিদ্রদের মাঝে প্রায় ৫০টি কম্বল বিতরণ করা হয়। কার্যক্রমটি  মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন এর ফিরিঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টিমারঘাট, বিনোদপুর, রিকাবী বাজার,কাঠপট্টি লঞ্চঘাট দিয়ে সিপাহীপাড়া,মুক্তারপুর ফেরিঘাট, বেরিবাঁধ হয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এসে শেষ হয়!    

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী -জাকিয়া বিন্তী , সাধারণ সম্পাদক -রবিন রাহাত, ইভেন্ট ও ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক  -রাজ দেওয়ান ,উপ ইভেন্ট ও ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক -মোঃ রতন , উপ-প্রচার সম্পাদক-সাইদুল হক জিদান, সুলতান আহমেদ, দোলন চাপা, স্বপ্নীল শাওন, মোঃ রাসেল প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত