মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

আজ (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

দুইটি মশলার মিলে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, মরিচ, বেসন ভেঙে গুড়া করা হচ্ছে। নিম্নমানের হলুদ ও মরিচকে ভাঙিয়ে চকচকে ও রঙিন করার জন্য যথাক্রমে হলুদ ও লাল টেক্সটাইল কালার মিশানোর সময় মিল দুইটির কর্মচারীদের হাতেনাতে ধরা হয়। হলুদ ও মরিচের গুড়ায় ননফুডগ্রেড রঙ মিশানো ভোক্তা অধিকার বিরোধী অপরাধ। এই অপরাধের কারণে ফিরোজা মশলা মিল কে ১০,০০০/- এবং শাহালম মশলা মিলকে ১০,০০০/- জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন  সহকারী পরিচালক আসিফ আল আজাদ।ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীরহাট বাজার কমিটির নেতৃবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত