মুন্সীগঞ্জে ভিমরুলের কামড়ে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
মুন্সীগঞ্জ সদর উপজেলায় কেটে রাখা গাছের ডালপালা বাড়িতে নেওয়ার সময় ভিমরুলের কামড়ে আহত হয়ে মো:আসাদ মাঝি (৪৫) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আসাদ নূরপুর এলাকার হামিদ মাঝির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সম্প্রতি প্রবাস থেকে দেশে আসেন আসাদ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নৈরপুকুরপাড় এলাকায় রাস্তার পাশের কেটে রাখা গাছের ডালাপালা নিজ বাড়িতে নিতে যান তিনি।এসময় গাছে থাকা কিছু ভিমরুল এলোপাতাড়ি কামড় দিলে গুরুতর আহত হন আসাদ।পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত