মুন্সীগঞ্জে ভিবিডি'র উদ্যোগে "আপনার মাস্ক কোথায়?" ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:২০
স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) এর উদ্যোগে আজ দ্বিতীয় দিনের মতো মুন্সীগঞ্জ জেলা ভিবিডি এর সদস্যরা "আপনার মাস্ক কোথায়?" ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
সারাদেশের মতো মুন্সীগঞ্জের জেলা সদরে দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করেছে সংগঠনের মুন্সীগঞ্জ শাখার সদস্যবৃন্দ।নতুন ভাবে পুনরায় করোনার প্রভাব বিস্তার করায় জনমানুষকে সচেতন করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের এমন ব্যাতিক্রমী উদ্যোগ।
এই ক্যাম্পেইনে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট সুমাইয়া ইসলাম এলিজার নেতৃত্বে ভিবিডি মুন্সীগঞ্জ জেলার স্বেচ্ছাসেবকরা এই স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন।
সংগঠনের মুন্সীগঞ্জ শাখার সেক্রেটারি মেহরাব হোসেন হিমেল'র সার্বিক পরিচালনায় কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন হিউম্যান রিসার্স অফিসার সিদরাতুল মুনতাহা মাহদী, পাবলিক রিলেশন অফিসার অন্তর রায় সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
ভিবিডি মুন্সীগঞ্জ জেলার স্বেচ্ছাসেবকরা রবিবার ২য় দিনে মুন্সীগঞ্জ সদরের সিপাহিপাড়া, মুক্তারপুর বাস স্ট্যান্ড, মুক্তারপুর ব্রীজ, মিরকাদিম, পাম্প সংলগ্ন এলাকায় এবং ধলাগাও বাজারে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে৷
জনসচেতনতায় জনগণের পাশে আমরা আছি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা ভিবিডি। এসময় তাদের স্লোগান ছিলো আসুন নিজে মাস্ক পড়ি, অন্যদেরকেও মাস্ক পড়তে উদ্বুদ্ধ করি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত