মুন্সীগঞ্জে ব্রাক ব্যাংকের উদ্যোগে রেমিটেন্স গ্রাহক সমাবেশ

  শাহনাজ বেগমঃ

প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ১০:১৮ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭

মুন্সীগঞ্জে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩০ মার্চ) জেলার সদর উপজেলার খালইষ্ট এলাকার একটি রেস্টুরেন্টে এই রেমিট্যান্স গ্রাহক  সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রবাসে কর্মজীবী বাংলাদেশী নাগরিকদের রেমিটেন্স দেশে নিরাপদ ভাবে ও বৈধ উপায়ে পরিবারের হাতে পৌঁছানো ও তাদের রেমিট্যান্স গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়নে ব্রাক ব্যাংক মুন্সীগঞ্জ শাখা এমন উদ্যোগ গ্রহণ করেছে।

ব্রাক ব্যাংক মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে নানা ধরনের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানে রেমিটেন্স গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের বিভিন্ন পরামর্শ শোনেন ব্যাংক কর্তৃপক্ষ। এরপর তাদের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ হবে দেখা হবে বলে আশ্বাস প্রদান করেন উপস্থিত ব্যাংক কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রাসেল আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নার্গিস আক্তার, ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম, শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম।

এছাড়াও ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সাথে মতবিনিময় করেন ব্র্যাক ব্যাংকের হেড অফ রেমিট্যান্স শাহরিয়ার জামিল, সিনিয়র ম্যানেজার তসভিম মল্লিক, নারায়ণগঞ্জ এরিয়া প্রধান গোলাম মোহাম্মদ, মুন্সীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল ইসলাম, নিতাইগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মিসবাহ-উল-হক।

অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকগন তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। এসময় ব্রাক ব্যাংকের পক্ষ থেকে সেরা ১০ জন রেমিট্যান্স গ্রাহককে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহিতা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত