মুন্সীগঞ্জে বিডি ক্লিনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৪১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৪২
পরিচ্ছন্ন মন- মানসিকতায়, শীতের পিঠার সাথে কিছু সময়! এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো মুন্সীগঞ্জ বিডি ক্লিনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিঠা উৎসব।
কিছু সময়, কিছু আনন্দ সবাই মিলে উপভোগ করার জন্য এই আয়োজন করা হয়। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের সুপার মার্কেট এলাকায় বিডি ক্লিন মুন্সীগঞ্জের অস্থায়ী কার্যালয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের অংশ হিসেবে নানারকম পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছাত্তার মুন্সী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান সাইদুর হাসান শাওন,তাকওয়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট শরীফ,ডাঃ ফয়সাল, এডভোকেট ইমরান আহমেদ, অ্যাডভোকেট কামরুল হাসান ইউনিটি দ্যা ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি আদর দে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিডি ক্লিন এর বিগত কর্মকাণ্ডের প্রশংসা তুলে ধরেন।
এছাড়াও দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গিবাড়ী উপজেলার প্রধান সমন্বয়ক মিঠুন মন্ডল, গজারিয়া উপজেলার প্রধান সমন্বয়ক মাসুম শিকদার, সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান উজ্জল,শ্রীনগর উপজেলার প্রধান সমন্বয়ক বি এম মুহিত ও সদর উপজেলার প্রধান সমন্বয়ক ফাহাদ বিন বাসার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি ক্লিন মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক জাকারিয়ার কায়ছার। বিডি ক্লিন মুন্সীগঞ্জ শাখার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে ও বিভিন্ন পিঠা প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত