মুন্সীগঞ্জে ফলের আড়ৎকে জরিমানা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১১:২৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৬
মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষিগঞ্জ এলাকার দুটি ফলের আড়ৎকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে এই জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো.আব্দুস সালাম।
মো.আব্দুস সালাম জানান, হাটলক্ষীগঞ্জ পাইকারি ফলের আড়ৎ মনিটরিংয়ের সময় দেখা গেছে ফলের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এছাড়া ফল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় আলী আজম এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা ও মায়ের দোয়া ফল ভান্ডাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ডাবের পাইকারি ও খুচরা ব্যবসায়ী ১০ টি ভ্যানগাড়ির মাধ্যমে বিক্রেতা তা মনিটরিং করা হয়।
অভিযানে সহযোগিতা করেন- সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটলিয়ন আনসারের একটি দল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত