মুন্সীগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৬:৩৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৫০
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। শনিবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলার শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাসাড়া পালেরবাড়ী মন্দিরসহ সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় সহ পুজা মন্ডপ গুলোর সার্বিক খোঁজ খরব নেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জ ডিআইজি একে এম আওলাদ হোসেন, পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ সাইফুল্লাহ, মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুাপার শ্রীনগর সার্কেল মোঃ তোফায়েল হোসেন সরকার, ওসি মোঃ ইয়াছিন মুন্সী,কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ,ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী, প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম,আনসার বিডিবি কমান্ডার জহির, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত