মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১৪:১১ |  আপডেট  : ৮ মার্চ ২০২৫, ০৯:৪৭

মুন্সীগঞ্জ জেলার  টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৭অক্টোবর(সোমবার) বিকেল ৩ ঘটিকায় টঙ্গবাড়ী উপজেলা পরিষদর মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব কে,এম, আতিকুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি আব্দুল হাকিম ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কে,এম,বিল্লাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সানাউল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো:দেলোয়ার হোসেন শিকদার, ইসলামি যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সভাপতি মাওলানা হাবীবুর রহমান বিক্রমপুরী,ইসলামি শ্রমিক আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি মোহাম্মদ ইউনুছ শেখ, ইসলামি যুব আন্দোলনের টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি মো: রাসেল খান, ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো: জিসান সৈয়াল সহইসলামী আন্দোলন বাংলাদেশের টঙ্গীবাড়ী উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতৃবৃন্দ।

ভারতের পানি আগ্রাসন বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ,ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবী, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনার মাধ্যমে এই গণ সমাবেশের অনুষ্ঠিত হয়।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত