মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত

  শাহনাজ বেগম ( মুন্সীগঞ্জ প্রতিনিধি)

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১৮:৫৬ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

মুন্সীগঞ্জে জাতীয়  কবি কাজী নজরুল ইসলাম  এর ৪৬ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। আগমনী  সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের  আয়োজনে জাতীয়  কবি কাজী নজরুল ইসলাম  এর ৪৬ তম প্রয়াণ দিবস পালন করা হয়। ২৯ আগস্ট সোমবার এ  উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে  আলোচনা সভা, প্রবন্ধপাঠ  ও কবিতা আবৃত্তি  অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়।

আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সভাপতি  রাজ মল্লিক এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব সুভাষ চন্দ্র হীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক মাহ্ফুজা  বেগম,  সরকারি  হরগঙ্গা কলেজের  সহকারী  অধ্যাপক  মোঃ নাজমুল হুসাইন, মুন্সীগঞ্জের বিশিষ্ট  কবি যাকির সাইদ,  মুন্সীগঞ্জ  সাহিত্য  পরিষদের  সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল, বিশ্বসাহিত্য কেন্দ্র  মুন্সীগঞ্জ ইউনিটের  লাইব্রেরী কর্মকর্তা জনাব হাসান আলী।

আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্য জীবনের বিভিন্ন দর্শন তুলে ধরেন।নজরুলের কবিতা আবৃত্তি করে শোনান আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সদস্যবৃন্দ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত