মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম

  নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ২২:২৮ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:০৬

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফজির ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত ৩০ ডিসেম্বার বিকালে শহরের মুন্সির হাট এলাকার  এঘটনা ঘটে । এঘটনায় গুরুতর আহত ফজির ইসলাম মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। আহত ফজির ইসলাম চরমশুরা গ্রামের চান বাঁদশা মাদবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,৩০ ডিসেম্বের বিকালে একদল সন্ত্রাসী হঠাৎ করেই  ফজির ইসলামের উপর অর্তকিত হামলা চালিয়ে লাঠি সোটা ও ধারালো দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে আহত ফজির ইসলাম বলেন, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিন চরমশুরা গ্রামের মৃত জব্বার মাদবরের ছেলে শাহীন মাদবর গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে শাহীন মাদবরের নেতৃত্বে তার সন্ত্রাসী দল আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করে।

এঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুঠোফোনে জানান সদর থানার এস আই সুকান্ত বাউল মামলাটি প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত