মুন্সীগঞ্জে আনন্দ সমাবেশে মানুষের ঢল

  মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১৮:৫৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৬

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় আনন্দ সমাবেশটি জনস্রোতে রুপ নেয় ।  বৃহস্পতিবার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে এই আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর ও গজারিয়া উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল , জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোল,জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি, এ্যাডভোকেট গোলাম মাওয়লা তপন ও আসাদুজ্জামান সুমন,বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহম্মেদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তানের জেলা সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপন দাস,সাবেক ভিপি মোয়াজ্জেম হোসেনসহ সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ছাড়াও আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত